বিগত ২৩/১২/২৪ ইং তারিখে বিটিআরআই কর্তৃক আয়োজিত "The Use of BTRI Optimized Technologies for Stakeholders " শীর্ষক সেমিনারটি পিডিইউ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের মাননীয় চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেন এসইউপি, এনডিসি, পিএসসি মহোদয়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদশ চা বোর্ডের সম্মানিত সদস্য (গবেষনা ও উন্নয়ন) ড. পীযূষ দত্ত, যুগ্নসচিব মহোদয়, সদস্য (অর্থ ও বাণিজ্য) ইয়াছমিন পারভীন তিবরীজি, যুগ্নসচিব মহোদয় ও প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ কে এম রফিকুল হক মহোদয়। উক্ত সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন বিটিআরআই এর সম্মানিত পরিচালক ড. ইসমাইল হোসেন মহোদয়।