বিগত ১০-১১ ইং নভেম্বর বাংলাদেশ চা বোর্ডের মাননীয় চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেন এসইউপি, এনডিসি, পিএসসি মহোদয় বিটিআরআইতে আগমন করেন। এ সময় তিনি বিটিআরআই এর বৈজ্ঞানিক কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় মূলক সভায় মিলিত হন। সভায় পরিচালক, বিটিআরআই মহোদয় বিটিআরআই এর সার্বিক কর্মকান্ড এবং বাজেট বিভাজন প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। পরবর্তী দিনে চেয়ারম্যান মহোদয় বিটিআরআই অফিস, ব্লাক টি ফ্যাকটরী, গ্রিন টি ফ্যাকটরী, মিনি টি ফ্যাক্টরী ও বিলাসছড়া পরীক্ষণ খামার পরিদর্শন করেন। পরিদর্শনকালীন সময়ে তিনি বিলাসছড়া খামারের নতুন আবাদী সম্প্রসারণ কাজ ও বিটিআরআই এর আইপিএম ল্যাবের শুভ উদ্বোধন করেন।