বাংলাদেশ চা বোর্ডের " ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল" এর ব্যানারে এবং বাংলাদেশ বোর্ডের নর্দাণ বাংলাদেশ প্রকল্পের আয়োজনে উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষীদের জন্য শ্রীমঙ্গলে চারদিন ব্যাপী চা আবাদী বিষয়ক মোটিভেশনাল শিক্ষা সফর'২০২১ এর প্রথম দিনে অদ্য ০৯/০২/২০২১ ইং তারিখে বাংলাদেশ চা গবেষনা ইন্সটিটিউট এর সেমিনার কক্ষে দিনব্যাপী " বৈজ্ঞানিক পদ্ধতিতে চা আবাদী ব্যবস্থাপনা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরআই এর পরিচালক ডঃ মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিইউ এর পরিচালক ডঃ এ কে এম রফিকুল হক। সেমিনারটির সভাপতিত্ব করেন বিটিআরআইএর উর্ধবতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বাংলাদেশ চা বোর্ডের নর্দান বাংলাদেশ প্রকল্পের পরিচালক ডঃ মোহাম্মদ শামীম আল মামুন।