Wellcome to National Portal
বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুন ২০২১

উদ্ভিদ বিজ্ঞান বিভাগ

চা গাছ একটি বহুবর্ষজীবি চিরসবুজ উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম ”ক্যামেলিয়া সাইনেসিস”। বাংলাদেশে সাধারনত: বড় পাতাওয়ালা আসাম জাত ও ছোট পাতার চীনা জাত চাষ করা হয়। এ ইনষ্টিটিউট এ যাবৎ উচ্চ ফলনশীল ও আকর্ষনীয় গুনগতমান সম্পন্ন ২৩ টি ক্লোন উদ্ভাবন করেছে যাদের গড় উৎপাদন হেক্টর প্রতি ৩ হাজার কেজির উপর এবং সর্বোচ্চ রেকর্ডকৃত ফলন ৪-৫ হাজার কেজি যেখানে দেশের গড় উৎপাদন হেক্টর প্রতি ১২৪০ কেজি। উদ্ভাবিত ক্লোনসমুহের মধ্যে বিটি১, বিটি২, বিটি৩, বিটি৫, বিটি৭, বিটি৯, বিটি১১, বিটি১৩ ও বিটি১৪ ক্লোনগুলি আদর্শ ক্লোন হিসাবে পরিগনিত। বিটি১০ ও বিটি১২ ক্লোনদ্বয় উচ্চফলনশীল ক্লোন শ্রেণীভূক্ত। বিটি৪, বিটি৬ ও বিটি১৫ উচ্চ পেয়ালীমানসম্পন্ন ক্লোন হিসেবে পরিচিত। এছাড়া বিটি১৮,বিটি ১৯, বিটি ২০, বিটি ২১, বিটি ২২ ও বিটি ২৩ নামে খরা সহিষ্ণু ও উচ্চ ফলনশীল আরও ছয়টিক্লোন চা শিল্পের জন্য অবমুক্ত করা হয়েছে যা ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে চা বাগানে বিতরন করা হয়েছে। সাধারণ বীজের চেয়ে উন্নত মান ও ফলনের জন্য এ পর্যন্ত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) কর্তৃক উদ্ভাবিত ৫ ধরনের বাইক্লোনাল বীজস্টক যথা-বিটিএস১, বিটিএস২, বিটিএস৩, বিটিএস৪  ও  বিটিএস ৫ নামক বীজস্টক চা শিল্পে ছাড়া হয়েছে।  

2020-08-27-16-29-b2d19c0444cfea53c8b6d5068b72465d.pdf 2020-08-27-16-29-b2d19c0444cfea53c8b6d5068b72465d.pdf