বিগত ৩০ জুলাই ২০২২ ইং তারিখে বিটিআরআই টি টেস্টিং রুমে ''Open Day Tea Tasting Session-2022' আয়োজন করা হয়। উক্ত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের মাননীয় চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি। অধিবেশনে আরো উপস্থিত ছিলেন বিটিআরআই'র পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ ইসমাইল হোসেন, প্রকল্প উন্নয়ন ইউনিটের সম্মানিত পরিচালক (ভারপ্রাপ্ত) ড. একেএম রফিকুল হক, ভ্যালি চেয়ারম্যানবৃন্দ, সিনিয়র প্লান্টার্স, বাগানসমূহের ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপকসহ বিটিআরআই'র সকল বিজ্ঞানী এবং পিডিইউ'র কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটির উদ্বোধনকালীন বক্তব্যে বাংলাদেশ চা বোর্ডের মাননীয় চেয়ারম্যান সকল বাগানকে উন্নত মানের চা তৈরির আহবান করেন। তিনি বিশ্বাস করেন, উন্নত চা তৈরি এবং চা কে পুনরায় রপ্তানিমূখী করার মাধ্যমে চা শিল্পের ব্যাপক উন্নয়ন সাধন সম্ভব। অনুষ্ঠানের টি টেস্টিং সেশন পরিচালনা করেন বিটিআরআই'র পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ ইসমাইল হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আব্দুল আজিজ এবং বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রিয়াদ আরেফিন। উক্ত অধিবেশনে বিভিন্ন ভ্যালির ৭৪টি চা বাগান অংশগ্রহণ করে। অন্যান্য বছরের তুলনায় এ বছরে অধিকাংশ বাগানের চা ছিল অত্যন্ত সন্তোষজনক এবং উন্নতমানের।