অদ্য ৬ জুলাই ২০২৪ খ্রি. তারিখে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) কর্তৃক চা বাগানসমূহে গুনগতমানসম্পন্ন চা তৈরি ও কাংখিত মূল্য প্রাপ্তির নিমিত্তে "Open Day Tea Tasting Session” কেন্দ্রীয় চা আস্বাদনী সেশন আয়োজন করা হয়। শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট এর টি ট্যাস্টিং রুমে অনুষ্ঠিত টি ট্যাস্টিং সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের মাননীয় চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মোঃ ইসমাইল হোসেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের সম্মানিত সদস্য (অর্থ ও বাণিজ্য) জনাব মোহাম্মদ নূরুল্লাহ নূরী, যুগ্মসচিব ও বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট এর পরিচালক ড. এ.কে.এম. রফিকুল হক। উক্ত টি ট্যাস্টিং সেশনে দেশের বিভিন্ন চা বাগানের চায়ের নমুনার গুণগতমান টেস্ট করে মূল্যায়ন করা হয়।