Wellcome to National Portal
বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪

পঞ্চগড় উপকেন্দ্রে ৩ (তিন) দিনব্যাপী "চা আবাদ বিষয়ক বিটিআরআই বার্ষিক প্রশিক্ষণ কোর্স-২০২৪" অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2024-02-29

অদ্য ২৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখে করতোয়া ভ্যালীস্থ উত্তরাঞ্চলের অঞ্চলের চা বাগান/বটলিফ চা ফ্যাক্টরীর ব্যবস্থাপক/সহকারী ব্যবস্থাপক, ক্ষুদ্র চা চাষি, ব্রোকার্স হাউজের প্রতিনিধিদের জন্য বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট কর্তৃক ৩ (তিন) দিনব্যাপি “চা আবাদ বিষয়ক বিটিআরআই বার্ষিক প্রশিক্ষণ কোর্স-২০২৪” এর উদ্বোধনী অনুষ্ঠান পঞ্চগড়স্থ বিটিআরআই উপকেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অনলাইনে জুম প্লাটফরমে সংযুক্ত থেকে বাংলাদেশ চা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. ইসমাইল হোসেন। পঞ্চগড়স্থ বিটিআরআই উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ আমির হোসেন এর সঞ্চালনায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তৌফিক আহমেদ ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন। এ ছাড়াও উত্তরাঞ্চলের বিভিন্ন চা বাগান, কারখানা ও ক্ষুদ্রায়তন চা বাগান থেকে ৬৪জন প্রশিক্ষণার্থীসহ সিনিয়র প্ল্যান্টার্স, বিভিন্ন চা বাগানের ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, বিটিআরআই এর সংশ্লিষ্ট বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন। কোর্সের ১ম দিনে ভালো মানের চা তৈরির কৌশল, বটলিফ কারখানায় চা প্রক্রিয়াজাতকরণ, চা চোরাচালান রোধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক উদ্ভাবিত “টি সফট” এর ব্যবহার, চায়ের কৃষিতাত্ত্বিক দিক সমূহ যেমন- চারা রোপন ও পরিচর্যা, টিপিং, প্লাকিং, প্রুনিং, সেচ ও পানি নিষ্কাশন ইত্যাদি বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা হয়। ২য় দিনে টি বোটানি, নার্সারী ব্যবস্থাপনা, খরা ব্যবস্থাপনা, ছায়াগাছ ব্যবস্থাপনা, উপাদান এবং চায়ের পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা হয়। ৩য় দিনে মেকিং অব হাই ভ্যালু টি, টি ট্যাস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল, টি বায়োকেমেস্ট্রি, টি স্ট্যাটিস্টিক্স, চা আইন-২০২৬, চা বাগানে ভূমির ব্যবহার, চা নিলাম ও বিপণন ইত্যাদি বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে কোর্সে মুল্যায়নী পরীক্ষা অনুষ্ঠিত হয়। সমাপনী দিনের মূল্যায়নী পরীক্ষার পঞ্চগড় অঞ্চলের বিভিন্ন চা বাগান/কারখানা ও ক্ষুদ্র চা চাষিদের মধ্য হতে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন। কোর্সের সমাপনী দিনে প্রশিক্ষণ ও মূল্যায়ন শেষে তাঁদের মাঝে সনদপত্র বিতরন এবং ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীকে সম্মাননা সনদ ও “সমতলের চা শিল্প” বই প্রদান করা হয়। বিটিআরআই এর পরিচালক (ভা.) ড. মো. ইসমাইল হোসেন এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে উক্ত কোর্সের সমাপ্তি ঘোষনা করা হয়।