Wellcome to National Portal
বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ জুলাই ২০২৪

বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট এর ‘জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২৪’ অনুষ্ঠিত।


প্রকাশন তারিখ : 2024-07-06

অদ্য ৬ জুলাই ২০২৪ খ্রি. তারিখে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) এর কনফারেন্স কক্ষে ২০২৩-২৪ অর্থবছরের বিটিআরআই এর দাপ্তরিক কর্মসম্পাদনে সর্বোত্তম নিষ্ঠা, সততা, দায়িত্বশীলতা ও দক্ষতার স্বীকৃতি স্বরূপ ‘জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২৪’ এর আয়োজন করা হয়। নীতিমালা অনুযায়ী গ্রেড দ্বিতীয় থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের মধ্যে থেকে পুরস্কার পেয়েছেন বিটিআরআই এর উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের ঊর্ধবতন বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব রায়হান মুজিব হিমেল। এছাড়াও ১০তম গ্রেড থেকে ১৬তম গ্রেডের মধ্যে থেকে পুরস্কার পেয়েছেন বিটিআরআই এর ক্যাশিয়ার জনাব মোঃ হেলাল উদ্দীন ও উচ্চমান সহকারী জনাব মোঃ রাশেদুল ইসলাম এবং ১৭তম গ্রেড থেকে ২০তম গ্রেডের মধ্যে এই পুরস্কার পেয়েছেন বিটিআরআই এর অফিস সহায়ক জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন ও কুম-কাম-বেয়ারার জনাব মোঃ আব্দুস সাত্তার। নীতিমালা অনুযায়ী, শুদ্ধাচার পুরস্কার পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের মাননীয় চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মোঃ ইসমাইল হোসেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের সম্মানিত সদস্য (অর্থ ও বাণিজ্য) জনাব মোহাম্মদ নূরুল্লাহ নূরী, যুগ্মসচিব ও বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট এর পরিচালক ড. এ.কে.এম. রফিকুল হকসহ বিটিআরআই এর সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।