অদ্য ০৪ মে ২০২৪ খ্রি. তারিখে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) কর্তৃক জুড়ি ভ্যালি ক্লাবে “চা আবাদীতে টিপিং, প্লাকিং, খরা মোকাবেলায় করণীয় ও পোকামাকড় দমন ব্যবস্থাপনা” শীর্ষক দিনব্যাপি এক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা করেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোঃ ইসমাইল হোসেন, কৃষিতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তৌফিক আহম্মদ ও কীটতত্ত্ব বিভাগের ঊর্ধবতন বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব শোভন কুমার পাল। উক্ত কর্মশালায় জুড়ি ভ্যালি সার্কেলের বিভিন্ন চা বাগানের ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।