অদ্য ২১ ডিসেম্বর ২০২৩ খ্রি তারিখ সকাল ১১.০০ ঘটিকায় বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) এর সেমিনার কক্ষে "চা আবাদিতে প্রুনিং, প্রুনিং পরবর্তী পোকামাকড় দমন ও খরা ব্যবস্থাপনা" বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালা বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে বিভিন্ন চা বাগানের মহাব্যবস্থাপক, সিনিয়র ব্যবস্থাপক ও ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় রিসোরর্স পারসন হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা করেন অত্র ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষিতত্ত্ব) ড. তৌফিক আহম্মদ ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব) ড. মোহাম্মদ শামীম আল মামুন।