১৭-১৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি তারিখে হালদা ভ্যালীস্থ চট্টগ্রাম অঞ্চলের চা বাগান ব্যবস্থাপক/সহকারী ব্যবস্থাপকদের জন্য বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ২ (দুই) দিন ব্যাপী চা আবাদ বিষয়ক ‘বিটিআরআই বার্ষিক প্রশিক্ষণ কোর্স-২০২৪' এর উদ্বোধনী অনুষ্ঠান বিটিআরআই ফটিকছড়ি উপকেন্দ্রে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের সম্মানিত সদস্য (গবেষণা ও উন্নয়ন) জনাব মোঃ কামরুল আমিন, যুগ্মসচিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের সচিব (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মাদ রুহুল আমীন এবং বাংলাদেশীয় চা সংসদ এর চট্টগ্রাম ব্রাঞ্চের চেয়ারম্যান জনাব মোঃ আবুল বাশার। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. ইসমাইল হোসেন। এ ছাড়াও ১৯টি চা বাগানের ৪৮জন প্রশিক্ষণার্থীসহ সিনিয়র প্ল্যান্টার্স, বিভিন্ন চা বাগানের ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, বিটিআরআই এর বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন। কোর্সের ১ম দিনের টি বোটানী, নার্সারী ম্যানেজমেন্ট, টি পেস্ট ম্যানেজমেন্ট, ভাল মানের চা তৈরির কৌশল, টি প্রসেসিং, টি ট্যাস্টিং, খরা ব্যবস্থাপনা, চা আইন ২০১৬ এবং চা নিলাম ও বিপণন সিস্টেম ইত্যাদি বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা হয়। কোর্সের ২য় দিনে মৃত্তিকা ও সার ব্যবস্থাপনা, চারা রোপন, টিপিং, প্লাকিং, প্রুনিং, খরা ব্যবস্থাপনা, ছায়াগাছ ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থাপনা ও রোগবালাই ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে কোর্সে মুল্যায়নী পরীক্ষা অনুষ্ঠিত হয়। সমাপনী দিনের মূল্যায়নী পরীক্ষার চট্টগ্রাম অঞ্চলের ১৯ টি চা বাগান হতে ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন। প্রশিক্ষণ ও মূল্যায়ন শেষে তাঁদের মাঝে সনদপত্র বিতরন এবং ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীকে সম্মাননা সনদ প্রদান করা হয়। বিটিআরআই এর পরিচালক (ভা.) এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে উক্ত কোর্সের সমাপ্তি ঘোষনা করা হয়।