গত ২১ জুন, ২০১৮ইং তারিখে জনাব মো: গোলাম মাওলা, সদস্য (গবেষণা ও উন্নয়ন), বাংলাদেশ চা বোর্ড, চট্টগ্রাম; শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই), প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ) ও বিলাসছড়া পরীক্ষণ খামার পরিদর্শন করেন। এ সময় তিনি বিটিআরআই কনফারেন্স রুমে বিটিআরআই ও পিডিইউ এর কর্মকর্তাবৃন্দের সাথে মত এক বিনিময় সভায় মিলিত হন। মহোদয় বাংলাদেশ চা শিল্পের উন্নয়নে উপস্থিত কর্মকর্তাবৃন্দকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। মত বিনিময় সভা শেষে তিনি বিটিআরআরআই গবেষণাগার, মিনি ফ্যাক্টরী, ব্লাক টি ফ্যাক্টরী, নির্মিতব্য গ্রীন টি ফ্যাক্টরী, বিটিআরআই অফিসার্স ক্লাব এবং বিলাসছড়া পরীক্ষণ খামার পরিদর্শন করেন। উল্লেখ্য যে, এর পূর্বে তিনি গত ১৯-২০ জুন, ২০১৮ইং তারিখে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলাধীন নিউ সমনবাগ চা বাগান, পাথারিয়া চা বাগান, কুলাউড়া উপজেলাধীন বিটিআরআই উপকেন্দ্র-কালিটি, রাজনগর উপজেলাধীন কাশিপুর চা বাগান, কমলগঞ্জ উপজেলাধীন দেওড়াছড়া চা বাগান পরিদর্শন করেন।