Wellcome to National Portal
বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ এপ্রিল ২০২৪

বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট ও এর আওতাধীন উপকেন্দ্রের নাগরিক সেবায় পাইলটিং উদ্ভাবনী উদ্যোগসমূহের “ইনোভেশন শোকেসিং ২০২৪” অনুষ্ঠিত।


প্রকাশন তারিখ : 2024-04-15

অদ্য ১৫ এপ্রিল ২০২৪ খ্রি. তারিখে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট ও এর আওতাধীন উপকেন্দ্রের নাগরিক সেবায় পাইলটিং উদ্ভাবনী উদ্যোগসমূহের “ইনোভেশন শোকেসিং ২০২৪” বিটিআরআই এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অনলাইনে জুম প্লাটফরমে সংযুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে শোকেসিং এর শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ চা বোর্ড এর সম্মানিত চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশীয় চা সংসদের সিলেট অঞ্চলের ব্রাঞ্চ চেয়ারম্যান ও ফিনেলে’র মহাব্যবস্থাপক জনাব গোলাম মোহাম্মদ শিবলী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. ইসমাইল হোসেন। শোকেসিং অনুষ্ঠানে ইনস্টিটিউটের সকল পর্যায়ের বিজ্ঞানীবৃন্দ ও বিভিন্ন চা বাগানের ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন। ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে ৬টি উদ্ভাবনী উদ্যোগ যেমন- বঙ্গবন্ধু গ্যালারী ও চা সেবা কর্ণার, “দুটি পাতা একটি কুঁড়ি” মোবাইল অ্যাপ, ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল, টি সফট, আঠালো হলুদ ফাঁদ ও “সমতলের চা শিল্প” মোবাইল অ্যাপ শোকেসিং করা হয় ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়। অনুষ্ঠান শেষে বিচারকবৃন্দের মূল্যায়নের মাধ্যমে ২টি শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন করা হয়। চা শিল্পের উন্নয়নে “দুটি পাতা একটি কুঁড়ি” মোবাইল অ্যাপটির উদ্ভাবক বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন প্রথম পুরস্কার অর্জন করেন এবং “বঙ্গবন্ধু গ্যালারী ও চা সেবা কর্ণার” উদ্যোগটির উদ্ভাবক বাংলাদেশ চা গবেষণা পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. ইসমাইল হোসেন ও ইনোভেশন টিম দ্বিতীয় স্থান অর্জন করেন। বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সাটিফিকেট প্রদান করা হয়।