Wellcome to National Portal
বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জুন ২০২৪

সমতলের চা শিল্প

চা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। সমতলের চা চাষের পথিকৃত জেলা পঞ্চগড়। "উত্তরের প্রবেশদ্বার, সবুজ চায়ের সমাহার" জেলা ব্র্যান্ডিং এ স্লোগানকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে পঞ্চগড়ের সমতলের চা শিল্প। ১৯৯৬ সালে তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চগড় সফর এসে চা চাষের সম্ভাবনার কথা বলেন। আজকের পঞ্চগড়ের চা বাগান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তার ফসল। ২০০০ সালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আনুষ্ঠানিকভাবে ক্ষুদ্র পর্যায়ে সমতলের চা শিল্পের যাত্রা শুরু হয়। দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর সমতল ভূমিতে চা চাষ দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করেছে। এক সময়ের পতিত  গোচারণ ভূমি এখন সবুজ পাতায় ভরে গেছে। পঞ্চগড়ের চা ইতোমধ্যে দেশের অভ্যন্তরীণ বাজারসহ আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছে। পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে চা চাষে নীরব বিপ্লব সাধিত হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশের চা মানচিত্রে উত্তরাঞ্চলের সমতলের চা দেশের দ্বিতীয় চা উৎপাদনকারী অঞ্চল হিসেবে স্থান করে নিয়েছে। ২০২২ সালে উত্তরাঞ্চলের জেলাসমূহে মোট ১২,০৭৯.৬০ একর চা আবাদি থেকে রেকর্ড পরিমাণ অর্থাৎ ১ কোটি ৭৭ লাখ ৫৯ হাজার ২২৬ কেজি চা উৎপাদিত হয়েছে। জাতীয় চা উৎপাদনের প্রায় ২০ শতাংশ চা আসে উত্তরাঞ্চল থেকে। উত্তরাঞ্চলে চা আবাদি সম্প্রসারণ ও উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উত্তরাঞ্চলের চা শিল্পে ২৫,০০০-৩০,০০০ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মরত। এলাকার কৃষকরা তাদের বাড়ির উঠোনে, উঁচু পতিত জমিতে চা চাষ করে তাদের ভাগ্য পরিবর্তন এবং আর্থ-সামাজিক উন্নয়ন করতে সক্ষম হয়েছে। প্রাণঘাতী তামাকের পরিবর্তে পরিবেশবান্ধব চা চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন। ফলে চা চাষে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। সমতলের চা শিল্পের আদ্যোপান্ত নিয়ে এই প্রথমবারের মতো বাংলা ভাষায় তৈরি ‘সমতলের চা শিল্প’ নামের  একটি মোবাইল অ্যাপ উত্তরাঞ্চলের চা শিল্পের জন্য উন্মুক্তকরণ করা হয়েছে। উত্তরবঙ্গের সমতলের চা শিল্পের সামগ্রিক তথ্য ও প্রযুক্তি জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতেই এ প্রয়াস। অ্যাপটিতে সমতলের চা শিল্পের ইতিহাস, শেখ হাসিনা ও সমতলের চা শিল্প, চা শিল্পের উন্নয়নে বাংলাদেশ চা বোর্ডের ভূমিকা, সমতলের চায়ের পরিসংখ্যান, চা চাষিদের জীবনযাত্রা ও আর্থ-সামাজিক উন্নয়ন, কতিপয় সফল চা চাষির সফলতার গল্প, চা শ্রমিকদের তথ্যাবলী, চা বিজ্ঞান ও প্রযুক্তি, সমতলে টি ট্যোরিজমের সম্ভাবনা, দুটি পাতা একটি কুঁড়ি মোবাইল অ্যাপ, ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল, চা বোর্ড প্রদত্ত সেবা সমূহের লিঙ্ক এবং সমতলের চা চাষের সাফল্যের সামগ্রিক স্থিরচিত্র ও ভিডিও চিত্র সন্নিবেশ করা হয়েছে। অ্যাপটি কার্যকর রয়েছে ও নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। 

 

ডাউনলোড লিংক 

https://play.google.com/store/apps/details?id=com.androidapp.somotolerbtbcha