অদ্য ১০/১২/২০২০ তারিখ বিটিআরআই এর কনফারেন্স কক্ষে “বাংলাদেশের চা শিল্প ও চা আবাদ ব্যবস্থাপনায় সমসাময়িক প্রেক্ষাপটে বিভিন্ন সমস্যাবলী চিহ্নিতকরন ও যুগোপযোগী গবেষণা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা” শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত সভায় সিলেট অঞ্চলের ভ্যালী চেয়ারম্যান; সিনিয়র প্ল্যান্টার্স; পরিচালক, বিটিআরআই; পরিচালক (ভারপ্রাপ্ত), পিডিইউ ও বিটিআরআই এর বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বর্তমান প্রেক্ষাপটে চা বাগানসমূহের চা আবাদ বিষয়ক সমস্যাসমূহ চিহ্নিতকরন, সমস্যাসমূহ সমাধানকল্পে বিজ্ঞানভিত্তিক গবেষণা পরিকল্পনা প্রণয়ণে করনীয়, চাহিদা অনুযায়ী বাস্তবধর্মী প্রায়োগিক গবেষণার বিষয়ে আলোকপাত, নতুন প্রযুক্তি উদ্ভাবনে চা বাগান কর্তৃপক্ষের চাহিদা বিষয়ে বিশদ আলোচনা করা হয়।