Wellcome to National Portal
বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ জুন ২০২১

বিগত ৪ জুন ২০২১ দেশব্যাপী প্রথমবারের মত "জাতীয় চা দিবস" উদযাপিত হয়েছে। সিলেট অঞ্চলে চা দিবস উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। জাতীয় চা দিবস উপলক্ষ্যে বিটিআরআই কনফারেন্স কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসক জনাব মীর নাহিদ আহসান এর পক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশীয় চা সংসদের সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান জনাব জি. এম. শিবলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র এএসপি জনাব মোঃ শহীদুল হক। আরো উপস্থিত ছিলেন বিটিআরআই এর বিজ্ঞানীবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ড. মোহাম্মদ আলী, পরিচালক, বিটিআরআই। পরবর্তীতে বিটিআরআই ক্যাম্পাসে একটি শোভাযাত্রা এবং চা আস্বাদন কক্ষে চা প্রদর্শনীর আয়োজন করা হয়।